এক প্রাইভেটকারের ভেতরে ৩৮ লাখ টাকার অবৈধ মোবাইল

কুমিল্লায় ১৮০টি অ্যান্ড্রয়েড মোবাইলসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মোবাইল চোরাচালান কাজে ব্যবহৃত একটি পুরাতন প্রাইভেটকার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলেন, ফাইয়াজ হোসেন (২৮) ও সুজন সরকার (২৮), তারা আদর্শ সদর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর বাদুরতলায় একটি প্রাইভেটকারসহ দুই জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮০টি  অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান বলেন, এসব মোবাইল ফোনের বাজার মূল্য ৩৮ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।