পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় ৩ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে উখিয়া সদরের মুহুরিপাড়া এলাকায় পাহাড় কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃতেরা হলেন- উখিয়ার ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (২৩), ক্যাম্প-১ ব্লক-বির ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে সৈয়দ আকবর (২০) ও ১৭ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের সোলতান আহমদের ছেলে নুর কবির (২২)।

স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, অবৈধভাবে স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙিনার অংশের পাহাড় ধসে পড়লে দুই রোহিঙ্গা চাপা পড়েন। স্থানীয়রা এক জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস আরও দুই জনের মরদেহ উদ্ধার করে।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান এখনও চলছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘নিহতদের মরদেহ উখিয়া থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মরদেহ তিনটি পাঠানো হবে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’