জামিন চাইতে গিয়ে কারাগারে আ.লীগ নেতা

খাগড়াছড়িতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার জসিম উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য এবং বাজার এলাকার মৃত গুড়া মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. শাহীন উদ্দিনের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী সুপাল চাকমা জানান, ২০২০ সালে দুদকের করা মামলায় সিভিল সার্জন খাগড়াছড়ি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জাহেদ হোসেন, হিসাবরক্ষক প্রিয় রঞ্জন বড়ুয়া ও ঠিকাদার জসিম উদ্দিন পরস্পর যোগসাজশে তৎকালীন সিভিল সার্জন আব্দুস সালামের স্বাক্ষর জাল করে গাড়ি মেরামতের ভুয়া কার্যাদেশ/ফাইল সৃজন ও বিল প্রস্তুত করে ১০ লাখ ৪০ হাজার ৭২২ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল।

তিনি আরও জানান, তবে চার্জ গঠনের তারিখে অভিযুক্ত জাহেদ হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অপর আসামি প্রিয় রঞ্জন বড়ুয়া পলাতক রয়েছেন। ঠিকাদার জসিমকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও জসিম এই মামলার জেলে ছিলেন। পরে চার্জ গঠনের তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেছিলেন আদালত।

দুদকের রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আবুল বাশার বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ২০২০ সালে এ মামলাটি করেছিলেন।