কুমিল্লায় এক ট্রেনকে আরেক ট্রেনের ধাক্কা, ৬ বগি লাইনচ্যুত

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে‌ দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে গেছে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল। 

রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহাবু‌দ্দিন।

সোনার বাংলা এক্সপ্রেস একই লাইনে এসে পেছন থেকে মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে যায়

তিনি বলেন, ‘নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস পেছন থেকে মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, ‌‌‘এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও নিহতের খবর পাইনি। উদ্ধারকাজ চলছে।’

মালবাহী ট্রেনকে সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কা

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। হাসানপুর স্টেশনের রেলক্রসিংয়ে এসে মালবাহী ট্রেনটির দাঁড়ানোর কথা ছিল। কিন্তু চট্টগ্রাম থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস একই লাইনে এসে পেছন থেকে মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে যায়। আমরা ঘটনাস্থলে আছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে বিস্তারিত জানাবো।’