সাগরে ভাসতে থাকা ট্রলারে ১০ জনের লাশ

কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ভাসমান একটি ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের নাজিরারটেক চ্যানেল এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘১০ জনের লাশ উদ্ধার করা হয়ছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

তিনি বলেন, ‘১০-১২ দিন আগে গভীর সাগরে ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন ওসব জেলে। এরপর থেকে নিখোঁজ ছিলেন। ট্রলারটি ভাসতে দেখে জেলেরা কূলে নিয়ে আসেন। তখন ট্রলার থেকে দুর্গন্ধ বের হয়। সঙ্গে সঙ্গে জেলেরা পুলিশকে খবর দেয়। দুপুরে ওই ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়।’

স্থানীয় জেলেদের দাবি, কিছুদিন আগে কক্সবাজার সমুদ্র উপকূলে একটি মাছ ধরা ট্রলারে হামলা চালায় একদল জলদস্যু। তখন তারা ট্রলারের মাছ ও জাল লুট করে জেলেদের হাত-পা বেঁধে হত্যা করেছে। নিহতরা মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া কিংবা আশেপাশের এলাকার বাসিন্দা হতে পারেন। 

সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ট্রলারে থাকা লাশগুলোতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগে তাদের হত্যা করা হয়েছিল।