অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- বিলকিস (২৮ ), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। সবাই কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদারপাড় এলাকার বাসিন্দা। 

বাকলিয়া থানার ওসি আবদুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, একটি যাত্রীবাহী অটোরিকশায় আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ জন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরুল আলম আশিক বলেন, দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। তাদের হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।