মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রেদওয়ান হোসেন মিলন (২২) জেলার রামগঞ্জ উপজেলার আশারকোটা গ্রামের ওহেদ আলী পাটওয়ারী বাড়ির মৃত আলী আকবরের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সকালে বাড়ির লোকজন আমেনা বেগমের বসতঘর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে। ছেলে মিলনকে ঘরের ভেতর দেখতে পান। বাড়ির লোকজনের ডাকাডাকিতে দরজা খুললে ভেতরে আমেনার পোড়া মরদেহ দেখতে পায়। বাড়ির লোকজনের কাছে তিনি মাকে হত্যার কথা জানান। পরে মিলনকে আটক রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাকে আটক করে।

ওইদিন মিলনের মামা টিপু সুলতান বাদী হয়ে ভাগনে মিলনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

জেলা জজ আদালতের পাবলিক পসিকিউটর (পিপি) জসিম উদ্দিন বলেন, ‘মিলনের দেওয়া জবানবন্দি এবং সাক্ষ্যপ্রমাণে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।’