শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

একটি মহিলা মাদ্রাসার হোস্টেলে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) রাতে বুড়িচং উপজেলার ওই মাদরাসা থেকে অধ্যক্ষ শরীফুল ইসলামকে (অলিপুরি) গ্রেফতার করা হয়। গ্রেফতার অধ্যক্ষ জেলার আদর্শ সদর উপজেলার গোপালসার গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 

এ ঘটনায় করা মামলায় অভিযোগ করা হয়, ধর্ষণের শিকার শিক্ষার্থী মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে হোস্টেলে থাকতো। গত ১৪ জুন রাতে মাদরাসার অধ্যক্ষ হোস্টেলের ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এ ঘটনা অন্য শিক্ষার্থীরা জেনে যায়। এতে সকালে ওই শিক্ষার্থীকে অধ্যক্ষ তার অফিস কক্ষে ডেকে নিয়ে কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। পরে তার পরিবার ঘটনা জানতে পেরে তাকে প্রথমে স্থানীয় একটি প্রাইভেট মেডিক্যাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঘটনা গত সপ্তাহে ঘটলেও মঙ্গলবার অভিযোগ পেয়েই মামলা রেকর্ড করে ওই অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী জানিয়েছে, এর আগেও অধ্যক্ষ তাকে ধর্ষণ করেছে। বুধবার তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করাসহ গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।