মুহুরী নদীর বাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত

বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজীর তিন গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার ভোরে (৭ আগস্ট) বাঁধে ফাটল দেখা দেয়। বাঁধের আরও বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র থেকে জানা গেছে, শ্রাবণের অবিরাম বৃষ্টি চলতে থাকলে মুহুরী নদীর পানি আরও বৃদ্ধি  েপতে পারে।

উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, উপজেলায় প্রায় সাড়ে সাত হাজার হেক্টর জমিতে আমন ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে পানি বাড়তে থাকলে ফসলি জমি পানিতে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

বাঁধ ভেঙে  ফুলগাজীর ৩ গ্রাম প্লাবিত

ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ভূঁইয়া জানান, ফুলগাজী পয়েন্টে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উত্তর বড়ইয়া নামক একটি স্থানে ভেঙে তিন গ্রাম প্লাবিত হয়।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, নদীর পানি প্রবাহ কমলে বাঁধের ভাঙন জরুরিভাবে মেরামত করা হবে।