অতিরিক্ত দামে আলু বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের মীরসরাইয়ে সরকার নির্ধারিত মূল্য থেকে বেশি দামে আলু বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জোরারগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। এ সময় বাজারের আয়েশা স্টোরকে দুই হাজার টাকা ও পুলক স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

মিজানুর রহমান বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় এবং মূল্য তালিকা না থাকায় জোরারগঞ্জ বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাকি ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে।’

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।