টানেল উদ্বোধন: চট্টগ্রামের যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল

আগামী শনিবার (২৮ অক্টোবর) কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করতে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর পতেঙ্গা প্রান্তে টানেলের নামফলক উন্মোচনের পর অপর প্রান্তে কাফকো কলোনি সংলগ্ন কেইপিজেড মাঠে জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা। টানেল উদ্বোধন ও জনসভা ঘিরে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে নগরীতে যানবাহন চলাচল এবং পার্কিংয়ের ওপর বিধিনিষেধ আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এদিন সকাল থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় কাউকে ঢুকতে দেবে না পুলিশ। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) স্পিনা রানী প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘টানেল উদ্বোধন ও প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে ভিভিআইপি-ভিআইপিরা চট্টগ্রাম বিমানবন্দর, টানেল ও সি-বিচ এলাকা দিয়ে সড়কপথে চলাচল করবেন। তাদের নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করতে ২৮ অক্টোবর ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যানবাহন ও সর্বসাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে টানেল উদ্বোধনের স্থান পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় শুক্রবার সকাল থেকে কাউকে ঢুকতে দেবে না পুলিশ। এজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করবেন। উদ্বোধন উপলক্ষে ভিভিআইপি-ভিআইপিরা চট্টগ্রাম বিমানবন্দর, টানেল ও সি-বিচ এলাকা দিয়ে সড়কপথে চলাচল করবেন। তাদের নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করতে ২৮ অক্টোবর ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যানবাহন ও সর্বসাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হলো।

বিধিনিষেধ

নগরীর সিমেন্ট ক্রসিং-কাঠগড় হয়ে কোনও যানবাহন সি-বিচ বা বিমানবন্দরে যেতে পারবে না। বিমানবন্দরগামী জনসাধারণকে সিমেন্ট ক্রসিং থেকে বাঁ দিকে মোড় নিয়ে বোটক্লাব হয়ে যাতায়াত করার জন্য অনুরোধ করা হলো। বিমানবন্দর মোড় ক্রস করে বাটারফ্লাই পার্ক হয়ে টানেল ও সি-বিচ এলাকায় যাওয়া করা যাবে না। ফৌজদারহাট আউটার লিংক রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সর্বসাধারণের সুবিধার্থে বন্দরগামী যানবাহন আউটার লিংকরোড পরিহার করে সিটি গেট, একে খান, সাগরিকা রোড ক্রসিং, বড়পুল, নিমতলা হয়ে চলাচল করবে। এর মধ্যে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ সি-বিচ এলাকায় প্রবেশ করতে পারবে না।

স্পিনা রানী প্রামাণিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সুষ্ঠু ও সুন্দরভাবে করার লক্ষ্যে সিএমপির পক্ষ থেকে এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসব বিধিনিষেধ মেনে চলার জন্য সবার সহযোগিতা চাই।’