খাগড়াছড়িতে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন

বিএনপির তৃতীয় দফার অবরোধের প্রথম দিনে খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকায় ফাইভ স্টার কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দেওয়া দেওয়া হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কাভার্ডভ্যানটি ঢাকা থেকে খাগড়াছড়ি আসছিল বলে জানা গেছে। 

এদিকে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সড়কে রাস্তায় গাছ ফেলে, টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে পিকেটিং করছে। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার বাসের টিকিট কাউন্টার খোলা থাকলেও ছেড়ে যায়নি কোনও একটিও। চলাচল করছে না অভ্যন্তরীণ সড়কের পরিবহন।

পুলিশ-বিজিবি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে। এতে কয়েকটি পণ্যবাহী ট্রাক শহরে ঢুকেছে।

সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে সবধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুক্তা ধর।