কুমিল্লায় তরুণীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে নিজ ঘরে এক তরুণীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নাঙ্গলকোট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কেন্দ্রা গ্রামে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার পরিদর্শক সাইফুল ইসলাম সিকদার।

ওই তরুণীর নাম ঝর্ণা আক্তার (১৬)। তিনি কেন্দ্রা গ্রামের আবদুল জলিলের মেয়ে।

জানা গেছে, নিহত ঝর্ণার মা মারা গেছেন। বাড়ির কাছাকাছি তার বাবার একটি চা দোকান আছে। তিনি চা দোকানেই দিনের বেশিরভাগ সময় কাটান। সন্ধ্যায় ঝর্ণা ঘরে একাই ছিলেন। এ সময় কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তার খোঁজ নিতে আসে। এসে তার রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নাঙ্গলকোট থানার পরিদর্শক সাইফুল ইসলাম সিকদার বলেন, ‘ওই নারীর মাথায় একাধিক কোপের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’