অবরোধেও সচল চট্টগ্রামের গণপরিবহন, ছাড়ছে না দূরপাল্লার বাস

চতুর্থ দফায় দুই দিনের অবরোধের প্রথম দিনে বন্দর নগরী চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। রবিবার (১২ নভেম্বর) সকাল থেকে নগরীর সড়কগুলোতে চলাচল করছে গণপরিবহন। তবে সড়কে ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার, মাইক্রোবাস কম চলাচল করছে। এ ছাড়া স্বাভাবিক রয়েছে ট্রেন, লঞ্চ চলাচল।

এদিকে, সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে অবরোধ সমর্থনে মিছিলসহ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে চট্টগ্রামে এখন পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নগরীর ব্যস্ততম এলাকা মুরাদপুর, ষোলশহর, বহদ্দারহাট, জিইসি মোড় এলাকায় গিয়ে দেখা গেছে, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। চলছে গণপরিবহণ বাস, টেম্পো, লেগুনাসহ অন্যান্য যানবাহন। তবে সড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কম।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা অবরোধেও গাড়ি চালাচ্ছি। নগরীতে সব ধরনের গণপরিবহন সচল আছে। অবরোধ শুরু থেকে আমাদের দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে একটি ইপিজেড থানাধীন সলগোলা ক্রসিং এলাকায় অপরটি নগরীর জিইসি মোড়ে। বিষয়টি আমরা সরকারের সংশ্লিষ্টদের অবহিত করেছি।’

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘সড়কে অবরোধের কোনও চিহ্ন নেই। সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক আছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’