হেলিকপ্টারে এলাকায় এসে সস্ত্রীক মনোনয়নপত্র জমা দিলেন সাবেক এমপি

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে সস্ত্রীক হেলিকপ্টার করে নিজ এলাকায় এসে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দিলে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এমপি রহিম উল্লাহ ও তার সহধর্মিণী পারভিন আক্তারের মনোনয়নপত্র দুটি জমা দেন।

এর আগে, বিএনপিসহ ৩৬ দলের সপ্তম দফা ডাকা অবরোধের কারণে তারা আকাশপথে ঢাকা থেকে হেলিকপ্টারে সোনাগাজীর সোনাপুর হাজী শামছুল হক উচ্চ বিদ্যালয় মাঠে নামেন। সেখানে বিপুলসংখ্যক সমর্থক তাদের ফুল দিয়ে অভিবাদন জানান। পরে তারা মিছিল নিয়ে তারা এলাকায় শোভাযাত্রা করেন।

হাজী রহিম উল্লাহ বলেন, ‘যারা দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছেন তারা ইচ্ছে করলে ভোট করতে পারবে বলে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনুমতি দিয়েছেন। সুতরাং আমি বিদ্রোহী নয় স্বতন্ত্র, আমার অতীতের উন্নয়ন কর্মকাণ্ড বিবেচনা করে জনগণ আশা করি আমাকে নির্বাচিত করবেন।’

উল্লেখ্য, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে হাজী রহিম উল্লাহ স্বতন্ত্র প্রার্থী হয়ে মহাজোট প্রার্থী রিন্টু আনোয়ারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার স্বামী-স্ত্রী দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ভোটের মাঠে নামেন। এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে রবিবার বায়রার সভাপতি আবুল বাশারের নাম ঘোষণা করা হয়েছে।