নির্বাচন পেছানোর বিষয়ে আমি কোনও মন্তব্য করবো না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘আমার উন্নয়ন হচ্ছে সর্বস্তরের উন্নয়ন। স্কুল-কলেজ, চাকরি, যোগাযোগ সর্বক্ষেত্রে আমি আমার কসবা আখাউড়ার উন্নয়ন অব্যাহত রাখবো।’ নির্বাচন পেছানোর সুযোগ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সেটি নির্বাচন কমিশন বলতে পারবে। এ নিয়ে আমি কোনও মন্তব্য করবো না।’

বুধবার (২৯ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া কসবা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সরকারের দায়িত্বের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকারের কাছে জনগণ যে দায়িত্ব দিয়েছেন। জনগণের জানমাল এবং দেশে শান্তি রক্ষার দায়িত্ব আমাদের সরকারের। সেটার ব্যাপারে আমরা সচেতন থাকবো।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌরসভার মেয়র এমজে হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, সাবেক পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমনসহ দলীয় নেতাকর্মীরা।