নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: দীপু মনি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহম্মেদের নিকট চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন , ‘সকলের চাওয়া ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন। অনেকেরই নির্বাচন করার ইচ্ছা থাকে। অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। সারা দেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে দলীয় নির্দেশনা কী আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা।