ফেনীতে অবরোধের সমর্থনে ২০টি গাড়ি ভাঙচুর

বিএনপির ডাকা নবম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে ফেনীতে ২০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। রবিবার (০৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের ট্রাংক রোড ও ইসলামপুর সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাকের হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম, পৌর ছাত্রদলের সদস্যসচিব ইব্রাহীম হোসেন, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল আবেদিন অংশ নেন। এ সময় অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। একপর্যায়ে জেলা শহরের ট্রাংক রোডে সেন্ট্রাল হাইস্কুলের পাশের স্ট্যান্ডে তিনটি অটোরিকশা, একটি পিকআপসহ ছয়টি যানবাহন ভাঙচুর করা হয়। এছাড়া শহরের ইসলামপুর সড়কে ট্রাক, পিকআপভ্যান ও বিভিন্ন যানবাহনে পণ্য ওঠা-নামানোর সময় আরও ১৫টি গাড়িতে ভাঙচুর চালানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম বলেন, ‘আমাদের মিছিল করার সময় যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এর সঙ্গে আমাদের নেতাকর্মীরা জড়িত নন। অন্য কেউ ভাঙচুর করেছে। ইসলামপুর সড়ক ও ভেতরের বাজারে গাড়ি ভাঙচুরের ব্যাপারে আমি কিছুই জানি না।’

এর আগে সকালে অবরোধের সমর্থনে জেলা ছাত্রদলের উদ্যোগে আরও একটি মিছিল বের করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের নেতৃত্বে মিছিলটি শহরের তাকিয়া রোড থেকে শুরু হয়ে ট্রাংক রোডের বড় মসজিদের গলির মুখে গিয়ে শেষ হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, ‘দুপুরে বিএনপির কয়েকজন নেতাকর্মী সড়কে এসে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে বলে শুনেছি। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। তবু বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’