চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে আগুন, আরেকটি ভাঙচুর

চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ এবং আরেকটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আকবর শাহ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবং খুলশী থানার দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।

মুজিবুর রহমান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আকবরশাহ এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসের পেছন দিকে হঠাৎ আগুন ধরে যায়। তবে বাসটিতে কয়েকজন যাত্রী ছিলেন। আগুন লাগার পরপরই যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শামসুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আকবরশাহ থানা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তারা পৌঁছার আগেই আগুন নিভে যায়। এতে কেউ হতাহত হয়নি।’

আকবরশাহ থানা এলাকায় বাসে আগুন দেওয়ার বিষয়টি জানতে থানার ওসি ওয়ালী উদ্দিন আকবরকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
 
অপরদিকে, খুলশী থানার দামপাড়া এলাকায় রিল্যাক্স পরিবহনের একটি বাসের কাচ ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. নাজিম উদ্দিন নামে ওই বাসের হেলপার আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাত ৯টা ৪০ মিনিটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ‘রিল্যাক্স পরিবহনের একটি গাড়ির কাচ ভাঙচুর করে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুন নেভাতে গিয়ে হেলপার আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।