‘বিএনপি-জামায়াতের কর্মীদের কোনও প্রার্থীর পক্ষে পাওয়া গেলে হাত-পা ভেঙে দেবেন’

বিএনপি-জামায়াতের কোনও কর্মীকে নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তাদের হাত-ঠ্যাং (পা) ভেঙে দিতে বলেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, প্রতীক বরাদ্দের পর সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে কুমিল্লা সদরের ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়ার বাড়িতে উঠান বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বক্তব্যে এমপি বাহার বলেন, আগামী ৭ জানুয়ারি ভোট। বিএনপি নির্বাচনে হেরে যাবে বলে নির্বাচনে আসেনি। কোনও বিএনপি-জামায়াতের কর্মীকে কোনও প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তার হাত-ঠ্যাং (পা) ভেঙে দেবেন আপনারা। আমি আপনাদের সঙ্গে আছি। কোনও ভয়ের কারণ নেই। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে কুমিল্লার মানুষ।

ক্ষমতাসীন দলের এই প্রার্থী বলেন, বিগত ১৫ বছর এমন কোনও স্কুল-কলেজ–মাদ্রাসা–মসজিদ, মন্দির নেই যে উন্নয়ন হয়নি। তাই ভোট দিয়ে উন্নয়ন ও গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান জানান তিনি।

এমপি বাহারের প্রথম দিনের গণসংযোগে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের উঠান বৈঠকের মতবিনিময়ে নারী-পুরুষের উপস্থিতি ছিল। নৌকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নূরুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুন, মান্নান ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।