নৌকার বিপক্ষে লড়বেন স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর। ফলে এই আসনে প্রার্থীর সংখ্যা সাত জনে দাঁড়ালো।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ নুরুল বশরের প্রার্থিতা ফেরতের আদেশ দেন। সেইসঙ্গে এই প্রার্থীকে প্রতীক বরাদ্দ ও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নুরুল বশর বলেন, ‘আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতীক হিসেবে ঈগল পাখি চেয়েছি আমি।’

এর আগে ৩০ নভেম্বর কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহীন ইমরানের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন নুরুল বশর। তার দাখিলকৃত এক শতাংশ ভোটারের তালিকায় ক্রমিক অসংগতি দেখিয়ে ৪ ডিসেম্বর প্রার্থিতা বাতিল করা হয়। এরপর আপিল করলে ১০ ডিসেম্বর নির্বাচন কমিশন তা খারিজ করে দেয়। বৃহস্পতিবার তার প্রার্থিতা বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর বলেন, ‘আমি এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করি। দ্বীর্ঘ এক যুগের বেশি সময় উখিয়া-টেকনাফের মানুষ একটি পরিবারের হাতে জিম্মি। পরিবারটি এই অঞ্চলে মাদকের বিস্তার ঘটিয়ে প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। নিজের জীবন দিয়ে হলেও সাধারণ মানুষকে ওই পরিবারের জিম্মি দশা থেকে মুক্ত করতে নির্বাচনে লড়ে যাবো। মুক্তিকামী মানুষ আমার সঙ্গে আছেন।’

এই আসনে নুরুল বশর ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার (নৌকা), জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির ফরিদ আলম (আম), তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গণি (মিনার), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাঈল (ডাব)।