নৌকার ওপর মানুষের ভরসা ষোলোআনা: শিক্ষামন্ত্রী

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশের মানুষ নৌকায় ভোট দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে। নৌকা প্রতীকে চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত করেছেন ভোটাররা। এতে বোঝা যায়, নৌকার ওপর মানুষের ভরসা ষোলোআনা। কারণ গত ১৫ বছর নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ হারেনি। কারও কোনও ক্ষতি হয়নি। বরং সুবিধা হয়েছে, জীবনমান উন্নত হয়েছে সবার।’

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে নিজ নির্বাচনি এলাকা হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নে পথসভায় ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এই এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছেন উল্লেখ করে দীপু মনি বলেন, ‘আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। আপনাদের প্রতি কৃতজ্ঞ। শেখ হাসিনার মার্কা নৌকা। এই নৌকা দিয়ে স্বাধীনতা পেয়েছি, উন্নয়ন পেয়েছি। মানুষের জীবনমান উন্নত হয়েছে। নৌকায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আশা করি, আগামী ৭ জানুয়ারি আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে এবং আমাকে বিজয়ী করবেন।’

শিক্ষাব্যবস্থা নিয়ে অনেক অপপ্রচার হয়, আপনারা অপপ্রচারে কান দেবেন না অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। নতুন কারিকুলামে হাতেকলমে শিক্ষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, মুখস্থবিদ্যা নির্ভরতাকে নিরুৎসাহিত করা হয়েছে।’

আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাচ্চু খাঁনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ খাঁন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি ও যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন আখন্দ।