পিস্তল উঁচিয়ে গুলি ছোড়া যুবকের নাম ব্ল্যাক শামীম, কাউন্সিলরের অনুসারী

চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু এবং ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। 

রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খুলশী থানাধীন পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা গেছে এক যুবককে। তার নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম। নগরের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ওই যুবক। ইতোমধ্যে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুলকপি প্রতীকের সমর্থকদের সঙ্গে নৌকার সমর্থকদের সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষ চলাকালীন ওই যুবককে প্রতিপক্ষের লোকজনের ওপর প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়।

এ প্রসঙ্গে কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘শামীম আজাদকে আমি চিনি। সে ছাত্রলীগ কর্মী। তবে আমার অনেক অনুসারী আছে। কে কোথায় কী করেছে, তা আমার পক্ষে খবর রাখা সম্ভব নয়। পাহাড়তলী কলেজের সামনে গোলাগুলির সময় আমি সেখানে ছিলাম না।’ 

গুলিবিদ্ধ দুজন হলেন শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ বলেন, ‘কেন্দ্রের বাইরে নৌকা ও ফুলকপি প্রতীকের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এ সময় দুই জন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। গুলি ছোড়া ওই যুবককে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’