রায়পুরে জাল ভোট দেওয়ায় কাউন্সিলরসহ তিন জন আটক

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের পৃথক তিন কেন্দ্রে জাল ভোট দেওয়ায় স্থানীয় পৌরসভার কাউন্সিলরসহ তিন জনকে আটক করা হয়েছে। রায়পুরের কেরোয়া সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভূঁইয়া ও রায়পুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন বিষয়টি নিশ্চিত করেন।

তারা বলেন, ‘কেন্দ্র পরিদর্শনকালে কাউন্সিলর জাকির হোসেন নোমানসহ তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানানো হবে।’

আটককৃতরা হলেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন নোমান, মো. বাবলা ও হারুনুর রশিদ। তবে বাবলা ও হারুনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ফারহানা ভূঁইয়া বলেন, ‘অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বাবলা ভোট দেয়। তিনি নৌকার কর্মী বলে জানা গেছে। অন্য কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার অপরাধে হারুনুর রশিদ ও কাউন্সিলর নোমানকে আটক করা হয়। তাদের তিন জনের বিষয়টি আরও তদন্ত করে তারপর জানানো হবে।’