চট্টগ্রামে আরও চারটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। শনিবার (২০ জানুয়ারি) নগরীতে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় অগ্রণী ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার, ডিপ্লোমাধারী ফিজিওথেরাপি না থাকায় সেবা ডেন্টাল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার, রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় নিউ চাঁদের আলো অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং বৈধ কাগজপত্র না থাকায় ন্যাশনাল চক্ষু হাসপাতাল ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের জন্য নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ১৭ জানুয়ারি বৈধ কাগজপত্রবিহীন পরিচালিত নগরীর পাঁচলাইশ এলাকার প্রচেষ্টা ফিজিওথেরাপি অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার বন্ধ করে দেওয়া হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন প্রতিষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দেন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘শনিবার নগরীর বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র না থাকায় ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’