চমেক হাসপাতাল থেকে ‘রোগী বাগানো চক্রের’ দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রোগী বাগানোর সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো বোরহান উদ্দিন (২৪) ও সুজন দাস (৩৮)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. নূরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চমেক হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে রোগী বাগানোর সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা রোগীদের মিথ্যা বলে বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে বাগানোর সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’