কুমিল্লায় বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। শুরুর দিকে ভোটারদের মধ্যে আতঙ্ক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কেটে যায়। সেই সঙ্গে বাড়তে থাকে ভোটার উপস্থিতিও।

কুমিল্লা নগরীর কাপ্তানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বেলা ১২টা পর্যন্ত ওই কেন্দ্রে ৪০ শতাংশ ভোট পড়েছে। সেখানে মোট ভোটার তিন হাজার ৫৬ জন। ওই কেন্দ্রের সব ভোটারই নারী।

আসমা আক্তার নামে এক ভোটার বলেন, ‘ভোট দিয়েছি। কোনও ঝামেলা হয়নি। ভোট দিতে পেরে ভালো লাগছে।’

হালিমা বেগম নামে আরেক ভোটার বলেন, ‘এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ভোটের পরিবেশ উৎসবমুখর।’

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদিন বলেন, ‘ইভিএমে কোনও সমস্যা হচ্ছে না। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।’

মালেকা মমতাজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার দুই হাজার ৮২৮ জন। ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কাজী ফয়েজ আহমেদ বলেন, ‘সকালে ভোটার উপস্থিতি কম ছিল। এখন ভোটার বাড়ছে। আমাদের কোনও ইভিএমে এখনও সমস্যা হয়নি। অতিরিক্ত ইভিএম প্রস্তুত রয়েছে।’

উল্লেখ্য, ২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হচ্ছে। ভোটার সংখ্যা দুই লাখ ৪২ হাজার ৪৫৮।