দেশে ফেরা হলো না, সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেলো ব্যবসায়ীর

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ইকবাল হোসেন (৪০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ইকবালের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

সোমবার (১১ মার্চ) সকালে দক্ষিণ আফ্রিকার ডারবানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, রবিবার (১০ মার্চ) বিকাল ৫টার দিকে সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন।

নিহত ইকবাল হোসেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শফিউল্যাহর বড় ছেলে।

আফ্রিকায় থাকা নিহতের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রবিবার বিকালে ডারবান এলাকায় দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন ইকবাল হোসেন। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হাতে থাকা টাকার বান্ডিল ছিনিয়ে নিয়ে যায়। আশপাশের লোকজন আহত ইকবালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।’

জানা যায়, পাঁচ ভাইবোনের মধ্যে ইকবাল সবার বড়। কয়েকদিন পর তার দেশে আসার কথা ছিল। বাড়িতে তার মা-বাবা, ভাইবোন ছাড়াও স্ত্রী এবং তাহফিজ আল ইফাজ (১০) ও ইমরান হোসেন (৮) নামের দুই ছেলে রয়েছে।

এদিকে, ইকবালের মৃত্যুর সংবাদে পুরো বাড়িতে শোকের মাতম চলছে।

বাড়িতে থাকা নিহতের আরেক ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বারবার বাংলাদেশিদের ওপর আক্রমণ করে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এর প্রতিকার হওয়া দরকার। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানাই।’

বাড়িতে আহাজারি করতে করতে বারবার মূর্ছা যাওয়া নিহত ইকবালের মা তৈয়বের নেছা বলেন, ‘সন্ত্রাসীরা আমার পরিবারের হাল ধরা ছেলেকে শেষ করে দিয়েছে। আমার বুকের মানিককে কেড়ে নিছে। আমি কী নিয়ে বাঁচবো?’

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, ‘এ বিষয়ে দক্ষিণ আফ্রিকায় মামলা হয়েছে বলে জেনেছি। দূতাবাসে যোগাযোগ করে কাগজপত্র পাঠিয়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।’