ঝড়ে লন্ডভন্ড ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি গ্রাম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল ও গজারিয়া এলাকায় ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে অন্তত ৩০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। রবিবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে এ ঝড় বয়ে যায়।

ঝড়ের তীব্রতায় ভেঙে গেছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি। নষ্ট হয়েছে উঠতি ফসলের কৃষিজমি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ২০টি পরিবার। ক্ষতিগ্রস্তরা অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন।

তারা জানান, সকাল ৭টার দিকে কোনও কিছু বুঝে ওঠার আগেই তীব্র বেগে ঝড়বৃষ্টি শুরু হয়। মুহূর্তেই ঝড়ের তীব্র গতিতে লন্ডভন্ড হয়ে যায় বসতঘর। বিধ্বস্ত হয় ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। নষ্ট হয়ে যায় উঠতি ফসলের জমি ও আমের মুকুল।

ঝড়ে ক্ষতিগ্রস্ত ফুলবানু জানান, তার একমাত্র অবলম্বন ঘরটি আকস্মিক ঝড়ে বিধ্বস্ত হয়ে ছিন্নভিন্ন হয়ে গেছে। বিধবা ফুলবানু বর্তমানে অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন।

অপর ক্ষতিগ্রস্ত মোবারক হোসেন জানান, ধারদেনা করে একটি নতুন ঘর তুলেছিলেন তিনি। কিন্তু ঝড়ের তীব্রতার কারণে সেই ঘরটিও মুহূর্তেই বিধ্বস্ত হয়ে যায়। এ অবস্থায় তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। শিগগিরই তাদের ত্রাণসামগ্রীসহ সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।