সেনাবাহিনীর অভিযানে কুকি চিনের ২ সদস্য নিহত

বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

রবিবার (২৮ এপ্রিল) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়েছে।

এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ এপ্রিল) বিকালে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল। আজ (রবিবার) সকালে গুলিবিদ্ধ দুটি মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, ‘ঘটনাস্থলটি রুমা এলাকায় হলেও থানচির নিকটবর্তী হওয়ায় সেখানে যাচ্ছি। বিস্তারিত পরে জানা যাবে।’