গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার (৬ মে) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলার গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত তিন জনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার পয়ালজোস গ্রামের মোল্লা বাড়ির গরু ব্যবসায়ী আবু তাহের (৫৫) ও তার ছেলে মামুন হোসেন (২৫)।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, তারা পাঁচ জন চাঁদপুর সদরের সফরমালী বাজারে গরু কিনতে যাচ্ছিলেন। পথে চাঁদপুরগামী বালুবাহী পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাবা-ছেলে মারা যান। বাকিদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপ জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করেছে পুলিশ।