কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে নারীসহ পাঁচ অস্ত্র কারবারিকে।
গ্রেফতাররা হলেন- উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকার ছৈয়দের ছেলে মোস্তাক আহম্মদ (৩৭), তার স্ত্রী লতিফা আক্তার (৩৪), মহেশখালী উপজেলার বড় মহেশখালী এলাকার আনজু মিয়ার ছেলে রবিউল আলম (২৮), মাদারবনিয়া এলাকার মৃত নুর নবীর ছেলে আবুল কাশেম প্রকাশ মনিয়া (৩৮), মহেশখালী নতুনবাজার শুক্করিয়াপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে বেল্লাল হোসেন (৩৮)।
বৃহস্পতিবার (১৬ মে) বিকাল ৩টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের মাদারবনিয়া ও টেকনাফের শামলাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি জি থ্রি রাইফেল, দুটি ওয়ান শুটারগান এলজি, ২৪টি গুলির খোসা, ৯২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আর জানান, গ্রেফতার মোস্তাক ও রবিউলের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ছয়টির ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে। তাদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।