চাঁদপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) বেলা আড়াইটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা ইউনিয়নের গোগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বাকিলা ইউনিয়নের গোগড়া এলাকার মোজাম্মেল হোসেন (৪৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩০) এবং মো. সবুজ হাওলাদার (২৭)। এর মধ্যে মোজাম্মেল-পিংকি দম্পতি তিন যমজ সন্তানের জনক ছিলেন। বাহরাইন থেকে সম্প্রতি দেশে ফিরেছেন মোজাম্মেল। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকালে অটোরিকশাযোগে চাঁদপুর শহরে আসার পথে গোগড়া এলাকায় ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ হাওলাদার এবং চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মোজাম্মেল ও পিংকি মারা যান। আহত একজন ওই হাসপাতালে চিকিৎসাধীন। আরেকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক-অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে তিন জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্বজনদের অভিযোগ পাওয়ার ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’