মোটরসাইকেল শোডাউন করায় বিএনপির ২ নেতাকে শোকজ

দলীয় শৃঙ্খলা অমান্য করে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজীব এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে শোকজ করেছে বিএনপি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে তাদের কারণ দেখিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কারণ দর্শানোর নোটিশ

এছাড়াও অন্য একটি বিবৃতিতে দলের শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকাণ্ড ও দলের নীতি, আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুলকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই দিন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরে সেখানে নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ দুটি কমিটি বাতিলের কোনও কারণ উল্লেখ করা হয়নি। তবে উদ্ভূত পরিস্থিতিতে কমিটিগুলো বাতিল করে সাংগঠনিক এ সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন অনেকেই। যা নিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে নানা বিশ্লেষণ।