চাঁদপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

চাঁদপুরের মতলব উত্তরে ছেলের ছুরিকাঘাতে বাবা আবদুস সোবহান প্রধান (৫৬) নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার লুধয়া আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত আবদুস সোবহান প্রধান মতলব উত্তরের ফতেহপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের লুধুয়া আমতলী গ্রামের আমির হোসেন প্রধানের ছেলে। নিহতের তিন তিন ছেলে। দুই ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১টায় মেজো ছেলে নোমান প্রধান (২৮) তিন মাস আগে প্রবাস থেকে আসেন। বাবার সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে বাবাকে ছুরি দিয়ে বুকে আঘাত করে বাড়ি থেকে পালিয়ে যান। এলাকাবাসী চিকিৎসার জন্য মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব উত্তর থানার ওসি রবিউল হক।

এ দিকে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নোমানের স্ত্রী মীমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।

নিহতের ভাগনি আসমা আক্তার বলেন, আমার মামার (সোবহান প্রধানের) স্ত্রী বছর তিনেক আগে মারা গেছেন। সে থেকে মামা বিয়ে করার জন্য ছেলেদের জানালে জমি সংক্রান্ত বিরোধ চলছে। আমার মামাতো ভাই জামান ও নোমান প্রায়শই জমি তাদের নামে লিখে দেওয়ার জন্য মামার সঙ্গে ঝগড়া করতেন। মামার হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আর যেন কোনও ছেলে খুনি না হয়।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য  নোমানের স্ত্রী মীম আক্তারকে আটক করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে ছেলে তার বাবাকে ছুরি দিয়ে বুকে আঘাত করলে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।