বাসি খাবার ফ্রিজে রেখে বিক্রি করায় ‘সাকিব রেস্টুরেন্টকে’ জরিমানা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে নোংরা পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার পুনরায় বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ করায় ‘সাকিব রেস্টুরেন্ট অ্যান্ড ইন্ডিয়ান ফুডস’ নামে একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ষোলশহর চিটাগং শপিং কমপ্লেক্সের পাশের ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

তিনি বলেন, ‘সাকিব রেস্টুরেন্ট অ্যান্ড ইন্ডিয়ান ফুডস প্রতিষ্ঠানে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াজাতকরণ, অননুমোদিত কেমিক্যাল ব্যবহার, ভাতসহ বিভিন্ন বাসি খাবার পুনরায় বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এমন কাজ থেকে বিরত থাকার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। ভবিষ্যতে যেন এমন অপরাধ না করে, সে বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।’