ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে চার জন আহত হয়েছেন। সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
এর মধ্যে আব্দুল খলিল মিয়া (৫৫) ও তার ছেলে আসিফকে (২০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকজয়াল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত খলিল মিয়া নবীনগর উপজেলার বড়ি-কান্দি পশ্চিম পাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে।
আহত বাবা-ছেলেকে সোমবার সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ খলিল মিয়ার ভাতিজার বিয়ের অনুষ্ঠান ছিল। সকালের দিকে পূর্ব বিরোধ ও ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে মনেক মিয়া ও তার ছেলেদের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের বাগবিতণ্ডা চলছিল। এক পর্যায়ে মনেক মিয়ার লোকজনের পিস্তল ও বন্দুক নিয়ে হামলা চালায়।
এতে খলিল মিয়া, তার ছেলে আসিফ, তাদের স্বজন অলি মিয়া ও হাসিনা আক্তার আহত হন। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে খলিল মিয়া, তার ছেলে আসিফকে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যায় ঢাকা মেডিকজয়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তাদের চিকিৎসা চলছে। অপর আহত দুই জন অলিমিয়া ও হাসিনা আক্তারকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত খলিল মিয়ার ভাগ্নি শিউলি আক্তার বলেন, মামাকে বর্তমানে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসা চলছে।
এ বিষয়ে জানতে মনেক মিয়ার মোবাইল ফোনে কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি দেশীয় কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় রাত ১০টার দিকে আহতদের পক্ষ থেকে নবীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।