চাঁদপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শিশুরা হলো- চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকার মো. সহিদের তিন বছরের মেয়ে মায়মুনা, ফরিদগঞ্জ উপজেলার বাগড়া বাজার এলাকার আহমেদ শেখের দুই বছরের ছেলে মিরাজ এবং হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার সাদ্দামের দুই বছর বয়সী ছেলে জুনায়েদ।
মাইমুনার ও জুনায়েদের পরিবার জানায়, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে ভেসে উঠতে দেখা যায়। পরিবারের লোকজন পারিবারিক রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন।
মিরাজের পরিবার জানায়, শনিবার সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভেসে উঠলে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনটি শিশু তাদের বাড়ির আঙিনায় খেলা করার সময় পরিবারের লোকজনের অগোচরে পুকুরে পড়ে যায়। পরে তাদের হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুকেই হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।’