জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পুরোনো রাজনীতিকে না বলে দিয়েছে জনগণ: এবি পার্টির চেয়ারম্যান

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া (মঞ্জু) বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে হিংসা ও সন্ত্রাসের পুরোনো রাজনীতিকে জনগণ না বলে দিয়েছে। হয়তো আরও কিছুদিন পুরোনো ধাঁচের রাজনীতির প্রভাব থাকবে। কিন্তু ধীরে ধীরে তরুণরা নেতৃত্ব গ্রহণ করলে সেটা পেছনে পড়ে যাবে। কেউ চাইলেই আর এদেশে ফ‍্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে পারবে না।’ 

ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নের সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে শনিবার (২৯ মার্চ) স্থানীয় শর্শদী স্কুল মাঠে আয়োজিত গণইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শর্শদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এবি পার্টি ফেনী জেলা কমিটির সদস্যসচিব অধ্যাপক ফজলুল হক ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল বাবলু। 

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘যারা একসময় মনে করেছিল রাষ্ট্র ক্ষমতা মানেই ইচ্ছামতো মানুষকে শোষণ করার সুযোগ, সন্ত্রাস,-চাঁদাবাজি-দখলের মাধ্যমে অঢেল সম্পদ বানানোর লাইসেন্স। তারা আজ হাড়ে হাড়ে উপলব্ধি করছে ক্ষমতার অপব‍্যবহারের পরিণাম কতো ভয়াবহ। ইতিহাসে দুর্নীতিবাজ ও লুটেরাদের করুণ পরিণতির কথা লিখা থাকলেও ক্ষমতা পেলেই সবাই সেটা ভুলে যায়। দুই বড় দলের ক্ষমতার পালাবদলে এতো হিংসা, হানাহানি ও প্রতিশোধ পাল্টা প্রতিশোধের ধকলে এই দেশের মানুষ আজ ক্লান্ত। জনগণ এবার তাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এর অবসান ঘটানোর ইঙ্গিত দিয়েছে।’ 

ফেনীকে সন্ত্রাসের জনপদের পরিবর্তে মানুষের জন‍্য অনুপ্রেরণা ও উপলব্ধির জনপদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অতীতের সব ঘটনার সুষ্ঠু ও ন‍্যায়বিচার নিশ্চিত করতে পারলে ফেনীতে প্রতিহিংসার রাজনীতি চিরতরে বন্ধ হবে। গডফাদারদের ইতিহাস ও তাদের পরিণতি ভবিষ্যৎ প্রজন্ম যখন জানবে তখন তারা উপলব্ধি করতে শিখবে। দলমত নির্বিশেষে ফেনীর তরুণরা ঐক্যবদ্ধ থাকলে ফেনীর রাজনীতিবিদেরাও আর বিভেদের চর্চা করতে পারবেন না।’ 

গণইফতারে আরও উপস্থিত ছিলেন এবি পার্টি ফেনী জেলার আহ্বায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকি, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম কামরুল প্রমুখ।