চিন্ময় দাসের জামিন বাতিলের দাবিতে চট্টগ্রাম আদালতে বিক্ষোভ

সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল এবং ফাঁসির দাবিতে আজ (রবিবার) সকাল থেকেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে শুনানি করা হবে আজ রবিবার (৪ মে); যা গত বুধবারই দিন নির্ধারণ করা হয়।

এর আগে, গত ৩০ এপ্রিল দুপুরে বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন মঞ্জুর করেন এবং জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন। তবে হাইকোর্টের এই আদেশের কয়েক ঘণ্টা পরই রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে জামিন স্থগিতের আবেদন করে।

ওই সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। পরে আবার আদেশ প্রত্যাহার করে নেন চেম্বার বিচারপতি। একই সঙ্গে জামিন স্থগিতের আবেদন পুনরায় শুনানির জন্য আজ (রবিবার) দিন ধার্য করেন।

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে ঘিরে আজ রবিবার সকাল থেকেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কড়াকড়ি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতে প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়েছেন। ব্যক্তিগত গাড়িগুলো তল্লাশি ও জিজ্ঞাসবাদ শেষে ঢুকতে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে সাধারণ বিচারপ্রার্থীদেরও। আদালত ভবনের সামনেও ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি লক্ষ করা গেছে।

এদিকে, আদালত প্রাঙ্গণে সাধারণ ছাত্রসমাজের উদ্যোগে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল এবং ফাঁসির দাবিতে সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে গত বছর চিন্ময়ের জামিন নিয়ে হওয়া সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।

গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এর কয়েকদিন পর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। একই বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

পরদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত। সেদিনই চিন্ময় দাসের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেছিলেন। তার জামিন ঘিরে সংঘর্ষে জড়ান চিন্ময়ের ভক্তরা। তাদের সংঘর্ষে নিহত হন চট্টগ্রাম আদালতের আইনজীবী মো. সাইফুল ইসলাম আলিফ। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতে পুলিশ সতর্ক অবস্থায় আছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’