ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের গলা ও হাতের কবজি কাটা ছিল, অপরজনের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ও একটি চোখ উপড়ানো ছিল।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেড্ডা এলাকার বাসিন্দা অটোরিকশাচালক লিটন মিয়া (২০) ও শহরের দক্ষিণ পৈরতলার শেখ জালাল মাজার এলাকার মামুন মিয়ার ছেলে সাকিবুল ইসলাম জয় (২৬)।
পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশর এলাকা থেকে অটোরিকশাচালক লিটন মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লিটন মিয়া প্রতিদিনের মতো শনিবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হন। রাতে বিয়াল্লিশর এলাকায় তার গলা ও কবজি কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
অপরদিকে, রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট আনসার ও ভিডিপি অফিস সংলগ্ন এলাকায় ঝোপ থেকে সাকিবুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।
সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘সকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পাই পুনিয়াউট এলাকায় ঝোপের মধ্যে একটি লাশ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তাকে ছুরিকাঘাতে হত্যার পর একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। পরিচয় শনাক্ত হয়েছে। সাকিবুল ইসলাম এলাকার চিহ্নিত ছিনতাইকারী ছিল। তার বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে। তবে কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’