ব্রাহ্মণবাড়িয়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) রাতে সরকারি কলেজ শহীদ মিনারে এই জাতীয় সংগীত পরিবেশনা করা হয়।
এতে ছাত্র-শিক্ষক, অভিভাবক, কবি, শিল্পী, সংগঠকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
জাতীয় সংগীত পরিবেশনায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, জেলা সিপিপির সাধারণ সম্পাদক অসিত রঞ্জন পাল, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন।
এ সময় বক্তারা বলেন, ‘কিছুদিন পর পর একটি কুচক্রী মহল জাতীয় সংগীতকে নিয়ে ষড়যন্ত্র শুরু করে। যারা জাতীয় সংগীতকে বন্ধ করতে চায় তারা দেশের শত্রু। ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই আজকে আবারও ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে এ দেশের জাতীয় সংগীতকে বন্ধ করা যাবে না।’