নিউমুরিং টার্মিনাল বেসরকারি মালিকানায় না দিতে চিঠির পর বরখাস্ত, পরে প্রত্যাহার

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বেসরকারি মালিকানায় ছেড়ে না দেওয়ার আহ্বান জানিয়ে নিজ স্বাক্ষরে পত্রিকায় খোলা চিঠি দেওয়ায় বন্দরের যান্ত্রিক বিভাগের সিনিয়র অপারেটর মো. ইয়াছিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিন দিন পর সেটি প্রত্যাহার করা হয়।

গত ২৯ এপ্রিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) এস এম হাবিবুল্লাহ আজিম স্বাক্ষরিত এক  আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের আদেশে বলা হয়, এনসিটি বেসরকারি মালিকানায় ছেড়ে না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মহোদয় বরাবরে গত ২৮ এপ্রিল দৈনিক পূর্বকোণ পত্রিকায় নিজ স্বাক্ষরে একটি খোলা চিঠি প্রকাশ করা হয়। আপনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কর্তৃপক্ষের পূর্ব অনুমতি না নিয়ে ব্যক্তিগতভাবে এনসিটি বেসরকারি মালিকানায় না দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন; আপনার এমন কার্যকলাপে বন্দর কর্তৃপক্ষের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ অবস্থায় বন্দর কর্তৃপক্ষ কর্মচারী প্রবিধানমালা-১১-এর ৪৫ বিধি মোতাবেক আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে আপনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। তিন দিন এই আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাকরি বিধিমালা লঙ্ঘন করায় চট্টগ্রাম বন্দরের যান্ত্রিক বিভাগের সিনিয়র অপারেটর মো. ইয়াছিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে তিন দিন পর সাময়িক বরখাস্তের আদেশ পুনরায় প্রত্যাহার করা হয়েছে।’

এ ব্যাপারে জানতে বন্দরের যান্ত্রিক বিভাগের সিনিয়র অপারেটর মো. ইয়াছিনকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।