কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে প্রবেশকালে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি জি-৩ রাইফেল, দুটি ম্যাগাজিন, পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৯৭৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২০ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের একটি চালান টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশ করবে- এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্ত বিসিজি স্টেশন টেকনাফ এবং পুলিশের সমন্বয়ে যৌথ টিম টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪নং ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চার জনকে কয়েকটি বস্তাসহ টেকনাফ স্থল বন্দরের বিপরীতে পাহাড়ে উঠতে দেখে অভিযানিক দল তাদের থামার সংকেত দিলে তারা দৌড়ে পাহাড়ের গহীনে পালানোর চেষ্টা করে।
তিনি আরও জানান, এ সময় যৌথবাহিনী তাদের ধাওয়া করে থামানোর উদ্দেশে সাত রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে পাচারকারীরা অস্ত্র ও গোলাবারুদের দুটি বস্তা ফেলে পাহাড়ে পালিয়ে যায়। পরে বস্তা দুটি উদ্ধার করে একটি বিদেশি জি-৩ রাইফেল, দুটি জি-৩ ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, একটি দেশীয় দুনলা বন্দুক, তিনটি দেশীয় একনলা বন্দুক ও ৯৭৫ রাউন্ড জি-৩ রাইফেলের তাজা গুলি জব্দ করে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।