বাঘাইছড়িতে মধ্যরাতে আগুনে পুড়লো ৩০ দোকান

রাঙামাটির বাঘাইছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়লো ৩০টি দোকান। মঙ্গলবার (২০ মে) রাতে পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে আলমগীরের কাপড়ের দোকান থেকে এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনের সংবাদ পেয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্য, পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ৩০টির অধিক মুদি, কাপড়, ঔষধ ও চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

আগুনের সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। উপজেলায় ফায়ার স্টেশন না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, উপজেলাবাসীর দাবির মুখে ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৭ বছরেও ফায়ার স্টেশন তৈরির কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী।