হারিয়ানা থেকে ধরে এনে ১৩ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ

কুমিল্লা সীমান্ত দিয়ে ১৩ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাহিনী বিএসএফ। বুধবার (২১ মে) মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে তাদের পাঠানো হয়।

জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে ১৩ জনকে ঢুকিয়ে দিয়েছে। তারা তিন পরিবারের সদস্য। তাদের ভারতের হরিয়ানা থেকে ধরে এনে আগরতলা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়েছে বিএসএফ।

তারা হলেন- কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গার ক্লিনিকপাড়ার মৃত আলী হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৭), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৭) ও তাদের এক সন্তান। একই জেলার নাগেশ্বরী থানার নাগেশ্বরী গ্রামের মাহাবুবুব রহমান, তার স্ত্রী হালিমা খাতুন (২৫), তাদের মেয়ে ও ছেলে আলিফ। নাগেশ্বরী থানার নওদাপাড়া এলাকার শাহজালাল (৩৫), তার স্ত্রী মাহমুদা (৩০) ও তাদের চার সন্তান।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তাদেরকে বিএসএফ বাংলাদেশে পাঠায়। বর্তমানে তাদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলমান আছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক। তারা বিজিবির হেফাজতে রয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।