আশুরায় চট্টগ্রামে বের হবে ৭টি তাজিয়া মিছিল 

বন্দর নগরী চট্টগ্রামে পবিত্র আশুরা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদরদফতরের সম্মেলন কক্ষে এ সভা হয়। সেখানে সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) হুমায়ুন কবির।

সভায় বলা হয়, পবিত্র আশুরা উপলক্ষে নগরীর বিভিন্ন স্থান থেকে ৭টি তাজিয়া মিছিল শহরের বিভিন্ন রুট প্রদক্ষিণ করবে। সভায় মিছিল প্রদক্ষিণকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে দায়িত্বশীল বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ে কর্মপরিধি প্রণয়ন করা হয়। পাশাপাশি পবিত্র আশুরা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনার মধ্যে রয়েছে- দিনের বেলায় তাজিয়া মিছিল সম্পন্ন করা। রাতের বেলায় তাজিয়া মিছিল এবং রাস্তায় কোন ধরনের সমাবেশ না করা। তাজিয়া মিছিলে ছোরা, বল্লম, চাকুসহ যেকোনও ধরনের অস্ত্র বহন না করা। নির্ধারিত সময়ে মিছিল শুরু ও শেষ করা এবং মিছিলের রুট ও সময় সংক্ষিপ্ত করা। সিসি ক্যামেরার কাভারেজ রয়েছে এমন রুটকে প্রাধান্য দেওয়া। তাজিয়া মিছিলে আতশবাজি/পটকা বহন ও ফোটানো থেকে বিরত থাকা। দু'টি তাজিয়া মিছিল মুখামুখি হতে না দেওয়া এবং এক মিছিলের রুটে অন্য মিছিল যাওয়া বিরত রাখাসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। যেকোনও জরুরি প্রয়োজনে সিএমপির হটলাইনে ফোন করে জানাতে বলা হয়েছে।