নাম জান্নাত ফার্মেসি, সাড়ে সাত টাকার ওষুধের দাম চাইলো ৩৫০ টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে সাত টাকার একটি ওষুধ ৩৫০ টাকা দাবি করার ‘জান্নাত ফার্মেসি’ নামে একটি একটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২ জুলাই) দুপুরে শহরের কুমারশীল এলাকার জান্নাত ফার্মেসিতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান সম্পর্কে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মঙ্গলবার ফেসবুকের মাধ্যমে জানা গেছে, কুমারশীল মোড় এলাকার জান্নাত ফার্মেসিতে রাত ১২টার দিকে একজন ভোক্তা জরুরি প্রয়োজনীয় একটি দেশীয় ওষুধ (ইনজেকশন) কিনতে যায়। যার বাজার মূল্য সাড়ে ৭ টাকা। কিন্তু ফার্মেসির মালিক ৩৫০ টাকা দাবি করেন। রাতে প্রায় ফার্মেসি বন্ধ থাকায় ওই ফার্মেসির মালিক ভোক্তার কাছে এই অন্যায্য দাবি করেন। পরে বিষয়টি ভোক্তা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করলে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

তিনি জানান, ঘটনার সত্যতা যাচাই করতে দুপুরে জান্নাত ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিক মোতাহার হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিজ্ঞা করেন। অভিযান পরিচালনাকালে বিক্রয়রত অবস্থায় অন্য ক্রেতাদের কাছে বিদেশি ওষুধ বিক্রয় ম্যামো ব্যতীত বিক্রয় করতে দেখা যায়। মূলত ওষুধের গায়ের মূল্যের চাইতে অধিক মূল্য গ্রহণের উদ্দেশে বিক্রয় ম্যামো সরবরাহ করছিলেন না।

এই কর্মকর্তা আরও জানান, কৃত্রিম সংকটকালে ওই প্রতিষ্ঠান অধিক মূল্যে অনেক ক্রেতার কাছে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগ অভিযানকালে পাওয়া যায়। পরে জান্নাত ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।