বান্দরবানে ২৫ ইউনিয়নে ১০৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ইউপি নির্বাচন-২০১৬বান্দরবানের ২৫টি ইউনিয়নে রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১০৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রুমা উপজেলা রিটার্নিং কর্মকর্তা তরুণ কুমার চাকমা জানান, চারটি ইউনিয়নে ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোয়াংছড়ি উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবদুল শুক্কুর জানান, রোয়াংছড়ি উপজেলার চারটি ইউনিয়নে ১৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
লামা উপজেলা প্রতিনিধি বাবুমং মারমা জানান, লামায় সাতটি ইউনিয়নে ২৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা রিটার্নিং কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা জানান, পাঁচটি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়নে নির্বাচন হবে।
থানচি উপজেলা রিটার্নিং কর্মকর্তা মংখ্যয় জানান, চারটি ইউনিয়নে ১৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল রহমান বলেন, বান্দরবান সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের চারটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার চারটি ইউনিয়নে ১৭ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা নববিন্দু নারায়ন চাকমা বলেন, হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের সময় তালিকায় একটু হেরফের হওয়ায় আলীকদম উপজেলার চারটি ইউপিতে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। 

/বিটি/এএইচ/