পাহাড়ের উন্নয়নে আরও ১২৫ কোটি টাকা বরাদ্দ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়নের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অতিরিক্ত ১২৫ কোটি টাকা বরাদ্দের আবেদন করেন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। এ আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ওই অতিরিক্ত টাকা বরাদ্দ করেছেন।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ বরাদ্দ দেওয়া হয়।
জানা যায়, তিন পার্বত্য জেলার অনগ্রসর জনগণের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তিনটি উন্নয়ন সহায়তা খাতে মূল এডিপিতে ২৫০ কোটি টাকা বরাদ্দ ছিল। যা অপর্যাপ্ত হওয়ায় ওই এলাকায় উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আরএডিপি’তে আরও ১২৫ কোটি টাকা চাওয়া হয়।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের এপিএস সাদেক হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিমন্ত্রীর আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী পাহাড়ের উন্নয়নে আরও ১২৫ কোটি টাকা বরাদ্দ করেছেন।

বীর বাহাদুর উশৈসিং বান্দরবান ৩০০ নম্বর আসনে ১৯৯১ সাল থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দায়িত্বপালনকালে তিনি ৩ পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন।

গত ২৯ মার্চ ‘পাহাড়ের উন্নয়নে আরও ১২৫ কোটি টাকার আবদার’ শিরোনামে বাংলা ট্রিবিউন একটি সংবাদ প্রকাশ করে।

/এসএনএইচ/এএইচ/